এখনও প্রথম বৃষ্টির ফোঁটা
ধরে আছে আনন্দ- মেঘে ঝর্ ঝর্ ।
এখনও প্রথম বন্ধু শ্বাসে
ছায়া ছায়া বিপাশা বাতাস ।
এখনও প্রথম সমুদ্র চোখে সঘন পিপাসা ।
কিছুই যায়নি হেরে
ক্লান্তি শোকে সময় হেরেছে ।
কালঘাম শুষে শুষে যুদ্ধ- ভুক স্বপ্ন সুখ
মোহময় মৃত্যুজিত মানব মন্দারে ।
কিছুই হয় না শুরু তুমি না জাগালে
কিছুই হবে না শেষ , শুরু না ফুরালে ।