যেগুলো আমার নয়—-
সেগুলো ভুলে যেতে হয়;
যেগুলো পাবার নয়—-
সেগুলো হারাতেই হয়;
যে সন্ধ্যায় কোন আধার নামে নি
সেই সন্ধ্যায় সূর্য ডুববার নয়;
ঘনীভূত জলকণা তুলেছিল ফনা
যা কোনদিন মুছবার নয়;
স্মৃতির তলানিতে কিছু স্মৃতি জমে আছে
যা কোনদিনও ডুববার নয়;
শ্রান্ত ঘ্রাণ; ভাষা চিনেছিল, কেঁদেছিল মনো প্রাণ
যা কিছু তলিয়ে গেছে…ভেসে গেছে যা
ওগুলো ছিল জীবনের মান সম্মান
বেঘোরের ঘরে ঘড়িটাও ভেঙে গেল
কাছে যারা ছিল দূরে চলে গেল;
প্রত্যয়ের আপন কেউ নয় গো, কেউ-উ নয়
যা হারাবার হারিয়ে যাক; ওগুলো আমার নয়
বিভীষিকার দীপশিখা ললাটে আমার আজ
স্বপ্নের চেনা মুখ চিনিয়েছো ; শিখিয়েছো; দেখিয়েছো তার সাজ।