হয়তো ভেবেছি দূরে জমে জমে ক্রোধ
কাছে গিয়ে দেখি মুখে ফুটে আছে রোদ !
সংশয় ভয় পেয়ে চাঁদের কপালে
টিপ দিয়ে ছায়াঘরে কোথায় লুকালে ?
ভুল ভেঙে সুখী হই , সুখী কম্বলে
এমত পঙক্তি ওমে মেঘমালা গলে ।
বহুধা বহতা মন কতটুকু জানি ?
রামধনু সাতরঙা তাই জামদানি ।
স্থির বোধ অশালীন , নদীও তা জানে
প্রতি বাঁকে বদলায় জীবনের মানে ।