সৈকতের কাছাকাছি
উপবিষ্টনে ছিলেম কিছুক্ষণ ।
ওদিকে ভাঙনের টান
জোয়ার অথবা ভাটার হাতছানি ,
চন্দ্রকলার হ্রাসবৃদ্ধি ,
নৌকা বিলাস অথবা মনসার ভাসান গান।
স্বপ্নের যেন কোন শাঁখ
বেজেছিল দ্বিপ্রহর রাতে ,
জীবনের কাছাকাছি আসতেই
থেমে গেল।
তাই ভাবি হৃদয় শুধু সৈকতের
কাছাকাছি এসেই থেমে যাবে
জলে নাববে না।