সে এসেছিল আমার দুয়ারে,
অনবরত করাঘাতে ডেকেছিল আমাকে
আমিই ফিরিয়ে দিয়েছি তারে
দরজা না খুলে রেখেছি শক্ত হাতে চেপে।
রুদ্ধদ্বার দেখে ফিরে গেছে সে
প্রচণ্ড অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে,
হয়তো আর কোনোদিন আসবে না
তাকাবে না পিছন পানে কোনো কৌতুহলে।
জানবে না দাঁড়িয়ে থেকেছি আমি কতক্ষণ
জানালার ফাঁক দিয়ে দেখেছি চুপিসারে
হাত বাড়িয়ে ছুঁতে চেয়েও পাইনি নাগাল তার
দূরত্ব বাড়িয়েছে সে তো প্রচন্ড অভিমানে।