কথা বলছিল তিন বুড়ো বুড়ি
সেকাল একাল কথায়
খক খক কাশি হাঁফ ধরে যত
লাঠি হাতে বুড়ো হেথায়।
সেকাল একাল ফ্যাশন দেখবে
ঘুরে ফিরে আসে নবীন,
টেরি কাটা চুল ছেলেদের ছিল
দেখতে লাগতো প্রবীন।
পাতা কাটা চুল তেলটি লাগিয়ে
বুড়িরা বলছে ধকল,
ঝুলপি বাগিয়ে কানের দুধারে
ছেলেরা করতো সকল।
কোঁচা মেরে ধুতি পড়ে যত বুড়ো
অনুষ্ঠানের বাহানা,
পাকায় গোঁফে তা তেলা হাত দিয়ে
গাইছে শিসেতে সাহানা।
সাবেক কালের মেজাজ আলাদা
জমিদারি ভাবে সাজানো,
ব্রাহ্ম সমাজে পিয়ানোর চল
মেয়েদের ছিলো বাজানো।
সাধারণ ভাবে শাড়ি পরা চল
সাবেক কালের ফিরলো,
কনে পরে রাতে বেনারসি শাড়ি
সামনে আঁচল ঘিরলো।