‘দরজা খোলা নদী’র দিকে তাকালেই
বসন্তের বাতাস গান গেয়ে ওঠে
দু’চোখে ভেসে ওঠে শিমুল পলাশ
আর কোকিলের কুহু ডাকের শব্দ মাখা
তোমার মুখ ও মুখের স্মিত হাসি
আমি পুরনো ভাঙা সাঁকোয় দুলতে দুলতে
তখন ভীষণ রোমাঞ্চিত এক গভীর স্বপ্নের ভেতর
ঢুকে পড়ি আর সেই স্বপ্নের ভেতর দেখতে থাকি
আমার দিকে বাড়িয়ে রেখেছ তুমি
দুহাতে রক্ত গোলাপ
বানভাসি নদী ছুঁয়ে আছে তোমার দুপায়ের পাতা
জলজ ফুলের গন্ধে ভরে উঠেছে
তোমার অনাবৃত শরীর
এই দৃশ্যের অন্তরালে আমি নত হয়ে পড়ি
নদীটি পেরিয়ে যেতে চায় গাঢ় নীল প্ররোচনা
আমি বিস্ময়ে ফিরে তাকাই তোমার দিকে
দেখি,হাঁটা পায়ে সেই নদী পেরিয়েএসে তুমি
অসম্ভব ছুঁয়ে দিচ্ছ আমাকে
আর যত অভিমান ভেঙে ভেঙে আমরা
জীবনের ভাঁজ খুলে শেষ দৃশ্যে এসে
একান্ত আপনার হয়ে উঠছি দুজনে
বাতাসে ভেসে আসা অরণ্য মর্মরে
আর বসন্তের গানে স্বরবিদ্ধ হতে হতে
আমরা হৃদয়ের আগুনে পরিশুদ্ধ হই
এরকম একটা দৃশ্য সঙ্গমের মুখোমুখি দাঁড়িয়ে
সেই সন্ধিক্ষণে কি করে ফেরাবো বলো,
তোমার বাড়ানো দু’হাতের সেই রক্ত গোলাপ।