সেই তো ফাগুন আগুন এনেছে প্রিয়
বুকের গভীরে অস্থির নিঃশ্বাস,
প্রত্যাশা জানি নিদারুণ অভিশাপ
কথা দিয়ে কেউ কথা রাখবে কি প্রিয়?
সেই তো ফাগুন আগুন ঝরাবে জানি
উদাসী বাতাস আনমনা করে দেবে,
সে ছিলো আসলে মনের মধ্যে মেঘ
মুখ ভার হলে বৃষ্টি ঝরিয়ে দেবে।
যেটুকু পাওয়ার সেটুকু সে দিয়ে ছিলো
প্রত্যাশা তবু আকাশ ছুঁয়েছে প্রিয়,
আর একটু ছোঁয়া পেলে সে সুখী হতো
তবুও শীতের শেষে বসন্ত এলো।
মধু ঋতু এলো মধুর ফাগুন নিয়ে
স্বপ্ন গড়েছি জীবনের বিনিময়ে,
স্থির বিশ্বাস ছিলো সে অগাধ প্রেমে
চলে যাবে দূরে সে কথা ভাবিনি প্রিয়ে।
বসন্ত বাতাসে বুক করে দুরুদুরু
নিজের অজান্তে আঁখি পল্লব কাঁপে,
এখনো ভুলিনি ভুলতে পারিনি তাকে
সেই দিন থেকে বুকের বেদনা শুরু।
তোর চোখে ছিলো অনেক না বলা কথা
দুর্বার প্রেম তোর কাছ থেকে শেখা,
আজও নির্জনে তোর স্বপনেই ভাসি
আজও তোকে আমি লুকিয়েই ভালোবাসি।।