নদীর ভিতরে নদী
স্রোতেদের সপ্তর্ষি চোখ
প্রাণ ও পাথর
শহরের নালিতে শহর
পাঁচতারা ভেদবমি
পায়ে পায়ে নৌকোর খিদে
নগরের নিষিদ্ধ নিয়নের নীচে
কবিতার কন্ঠে এলিয়ন
উর্বশীর মাংস খুলে নিলে
ইঁদুরের এঁদো কঙ্কাল
বিপন্ন হলো কি বোধ !
কিংবা ছুঁয়েছে কি সুন্দরের উরুতে বিছুটি !