রামায়ণ : সুন্দরাকাণ্ড – হনুমানের প্রত্যাবর্ত্তন ও বানরগণসহ স্বদেশ যাত্রা
সীতার মস্তকমণি রামের সন্দেশ।
মেলানি পাইয়া হনু চলিলেক দেশ।।
তাহার চরণভরে শিলা বৃক্ষ ভাঙ্গে।
সমুদ্র তরিতে উঠে পর্ব্বতের শৃঙ্গে।।
পর্ব্বতে উঠিয়া বীর সাগর নেহালে।
এক লাফে উঠে বীর গগন-মণ্ডলে।।
সিংহনাদ ছাড়ে বীর অতিশয় সুখে।
সিংহনাদ তাহার উত্তরকূলে ঠেকে।।
ডাক দিয়া তখন বলিছে জাম্ববান।
সর্ব্বকার্য্য সিদ্ধি করি আসে হনুমান।।
যেমত বিক্রমে আসে হেন শব্দ শুনি।
দেখিয়াছে নিশ্চয় সে রামের ঘরণী।।
পবন-গমনে বীর আইসে সত্বর।
চক্ষুর নিমিষে এল অর্দ্ধেক সাগর।।
দূর হৈতে পর্ব্বতেরে নমস্কার করে।
পার হৈয়া রহে বীর পর্ব্বত-শিখরে।।
হনুমানে দেখিবারে আইল বানর।
বলে ধন্য ধন্য বীর পবন-কোঙর।।
আগে মাথা নোয়াইল কুমার অঙ্গদে।
জাম্ববান আদি বন্দে পরম আহ্লাদে।।
সোসর বানর সঙ্গে করে কোলাকুলি।
ফল ফুল যোগায় সকলে কুতূহলী।।
অঙ্গদের সভায় জিজ্ঞাসে জাম্ববান।
কেমনে দেখিলে রাবণেরে হনুমান।।
কেমনে দেখিলে তুমি স্বর্ণ-লঙ্কাপুরী।
কেমনে দেখিলে তুমি রামের সুন্দরী।।
সীতা লৈয়া রাবণের কিবা ব্যবহার।
কেমন দেখিলে তুমি সীতার আকার।।
হনুমান কহ সবিশেষ সমাচার।
রাক্ষসের হাতে কিসে পাইলে নিস্তার।।
তোমার লাগিয়া ছিল চিন্তা অতিশয়।
তবে দেশে যাই যদি ইষ্টসিদ্ধি হয়।।
এত যদি জিজ্ঞাসা করিল জাম্ববান।
অঙ্গদ গোচরে বার্ত্তা কহে হনুমান।।
শতেক যোজন হয় সাগর পাথার।
অনেক সঙ্কটে আমি হইলাম পার।।
দু প্রহর রাত্রি গেল তৃতীয় প্রহরে।
দেখিলাম অশোকবনেতে জানকীরে।।
আগে বহু কষ্ট ইষ্টসিন্ধি হয় শেষে।
চলহ রামের ঠাঁই কহিব বিশেষে।।
শুনি শুভ সমাচার হৃষ্ট যুবরাজ।
সীতা উদ্ধারিতে চাহে নাহি সহে ব্যাজ।।
জানাইতে শ্রীরামের বিলম্ব বিস্তর।
সীতা উদ্ধারিয়া চল রামের গোচর।।
একেশ্বর হনুমান লঙ্ঘিল সাগর।
তোমরা সাহস কর সকল বানর।।
অঙ্গদের কথা শুনি জাম্ববান হাসে।
যত কিছু বল, মোর মনে নাহি বাসে।।
সীতা উদ্ধারিতে রাজা করিলেন পণ।
তোমরা করিলে তাহা ঘটিবে কেমন।।
সীতার চরিত্র রাম করেন বিচার।
তব বাক্যে সীতা লৈলে হবে তিরস্কার।।
দশ যোজন লঙ্ঘিতে নারিবে কপিগণ।
কোন্ জন তরিবেক শতেক যোজন।।
এত যদি জাম্ববান অঙ্গদের বলে।
কুপিয়া অঙ্গদ বীর অগ্নি হেন জ্বলে।।
অকারণে বুড়াটি পাকিল তব কেশ।
নিজে বুড়া পরেরে শিখাও উপদেশ।।
আপনার মত দেখ সকল সংসার।
লেজ চাপি ধর হে হইবে সিন্ধুপার।।
হনুমান বলে, তুমি না হও অস্থির।
পৃথিবী-মণ্ডলে নাই তোমা হেন বীর।।
সর্ব্বলোকে বলে তব মন্ত্রী জাম্ববান।
মন্ত্রীর মন্ত্রণী কভু না করিহ আন।।
শুনিয়া অঙ্গদ বীর হাসে মহোল্লাসে।
বানর-কটক সহ চলে নিজ দেশে।।