ভালো থাকো সুজন সৃষ্টি তে
জন্ম হোক হাজরো কবিতা।
ভালো থেকো কলম খাতা
অজানা কতো কথা।
ভালো থেকো ভালোবেসে
অভিমানীর না বলা ব্যথা।
ভালো থেকো আকাশ মেঘের সখ্যতা।
উদার মনের আকাশ তুমি,
আমি জল ভরা মেঘের রূপকথা।
ভিজিয়ে মন সবুজ করি,
যেখানে যত ছড়িয়ে আছে রুক্ষতা।
দুঃখ কষ্ট আসুক, যতই আসুক নেমে আঁধার।
ছেড়ো না হাত সুজন তোমার আমার।
ভুল ভাঙিয়ে গ্রহণ যতো করো,
ততো প্রেমের বাহুডোরে বাঁধি তোমায়।
বাবুই পাখির মতো বাসা বুনে নিজ গুণে ক্ষমা করে তোমার অন্তরে ঠাঁই দিও আমায়।