আলমারিতে
শ্বাসরোধ হয় সুগন্ধির
চাবি গোছা কবেই হয়েছে যাযাবর।
তবু যেটুকু নীল নেমে আসে জানলার সিঁড়ি বেয়ে
কথা হয় অদৃশ্য ইশারায়।
সুগন্ধি পোয়াতি
জন্ম নেয় আনন্দ।
এখন বাতাসের ঢেউ স্পর্শ করে কপাল
আলোর ও।
আলমারিতে
শ্বাসরোধ হয় সুগন্ধির
চাবি গোছা কবেই হয়েছে যাযাবর।
তবু যেটুকু নীল নেমে আসে জানলার সিঁড়ি বেয়ে
কথা হয় অদৃশ্য ইশারায়।
সুগন্ধি পোয়াতি
জন্ম নেয় আনন্দ।
এখন বাতাসের ঢেউ স্পর্শ করে কপাল
আলোর ও।