সুখী সুখী ভাবটা নিয়ে
সবাই আছি ঘোরে,
মিথ্যে সুখে দিবস যামি
কাটাই জীবন ওরে।
সুখের তরে ছুটছি মোরা
ঘোড়ায় লাগাম দিয়ে,
জানিনা তা পাবো কোথায়
খুঁজছি হন্যে হয়ে।
অলীক সুখের স্বপন দেখে
ছুটছি তার পিছে,
মরীচিকায় নয়ন ভ্রমে
বৃথাই ছুটি মিছে।
মনের ঘোরে আছি সবাই
কিছুনা যাচাই করে,
বিষাদ ভরা ভুবন মাঝে
মন বোঝেনা ওরে।
সুখ পাখিটা যায় যে উড়ে
যায়না তারে ধরা,
দুখের মাঝে সুখটা খুঁজে
নিলে শান্তি ভরা।
সুখের সংজ্ঞা কাকে বলে
জানো কি তা কেউ ?
সব কিছুতে আপোষ করলে
সুখ যে মেলে ফাউ!!