নতুন বছর কাটুক সুখে স্বপ্ন থাকুক চোখে
প্রিয়তমের হাতটি ধরে পুলক জাগুক বুকে।
সকলবাধা দূর হয়ে যাক সৌরভে নিও ঘ্রাণ
দূর থেকে দেখবো তোমার আনন্দে উচ্ছল প্রাণ।
সকল পাওয়ায় ফুটুক – তৃপ্ত মুখের হাসি
ভুল বুঝো না আজও তোমার ভীষণ ভালোবাসি।
…………..মুছে যাক সকল দুর্ভোগ …………
…………..নতুন বছর সুখের হোক …………