সুখের মানে খুঁজতে গিয়ে
সুখের মানে বুঝতে গিয়ে
সুখের ভিতর ডুবতে গিয়ে,
ডুবতে ডুবতে অতলে যেই
তখন তো আর পাই না যে খেই,
হঠাৎ দমবন্ধ হয়ে আসে
আসে পাশে যে আর কেউ নেই,
বাঁচার জন্য প্রাণটা তখন
আঁকুপাঁকু করতে থাকে,
আচমকাই ভেসে উঠি মনের জোরে।
দু’চোখ মেলে তাকিয়ে দেখি
দুঃখগুলোই ভেসে আছে চতুর্দিকে,
দুঃখগুলোই ভাসিয়ে আমায় বাঁচিয়ে রাখে।