সুখ দুঃখ চাকার মতো অনবরত ঘোরে।
তবুও সুখের সন্ধানে মানুষ কেবল মরে।
অনন্ত সুখের খোঁজে সুখ পাখির তলাশ।
দুঃখের আবির্ভাবে করে তারা হা হুতাশ।
সুখের সন্ধানে কেউ ছোটে আসমুদ্র হিমাচল।
কেউ আজীবন দুঃখে ফেলে চোখের জল।
সুখ দুঃখ চাকার মতো অনবরত ঘোরে।
তবুও সুখের সন্ধানে মানুষ কেবল মরে।
অনন্ত সুখের খোঁজে সুখ পাখির তলাশ।
দুঃখের আবির্ভাবে করে তারা হা হুতাশ।
সুখের সন্ধানে কেউ ছোটে আসমুদ্র হিমাচল।
কেউ আজীবন দুঃখে ফেলে চোখের জল।