কালো সাদা মেঘ দিগন্তে ভেসে
রঙ তুলি দিয়ে হৃদয় আকাশে
মেঘের বাহানা দেখে তপন হাসে
মিঠে রোদ তার আশেপাশে।
ঘনঘন উদাস মৃদুমন্দ বাতাসে
মেঘেরা দলেদলে নীলাকাশে
আনন্দে খুশিতে বাতাসের পরশে
যেতে চায় অজানা দেশে।
থেকে থেকে উঠে সে গর্জায়
ঝড়ে ধূলো যেন না ওরায়
ধরনীকে ছুঁতে মেঘেরও ইচ্ছা হয়
ঝমঝমিয়ে নামে মুশলধারায়
সিক্ত শীতল ধরণীস্বস্তি পায়
মেঘ ধরণীর বুকে বারিধারায়
নদী নালা খালবিল শুষ্কতায়
মেঘরাশি বলে আসব যে বর্ষায়।