আধফোটা ফুলে মধুর সুবাসে
মন যেন যায় আজ ভেসে ভেসে,
মৃদু মন্দ বাতাসের তালে তালে
মন যেন আনমনে যায় হেসে ।
ভোরের পাখি ডাকছে সুরে ডোরে
দেখি নরম সোনা রোদের ঝোরা ,
পাখ পাখালি ঐ দোলে রঙে ভরা
নতুন দিন ডাকে আলোর ভোরে।
মন নতুন আশায়
প্রাণের ভালোবাসায় !
চলো স্বপ্ন বুনি সাথে মনে মনে,
নেব শপথ আবার
লক্ষেতে জয়ী হবার
জন্মভূমি তোমা সাজাবো যতনে!
(বৈদিক সনেট:জগতি+জগতি,উষ্ণিক উষ্ণিক )