আসলে তো ভুলে যাওয়া নয়
প্রাণপনে ভুলে থাকতে হয় ,
বৃষ্টি কি একা হতে পারে ?
মনের মৈনাক মেঘময় ।
দৃষ্টির দর্পণে লেখা
— তোমার কবিতা হতে চাই ,
যখন হয়েছে শেষ দেখা
সাক্ষর মারেনি কী ঘাই ?
কল্পনা জুড়ে জুড়ে নিউরন রীলে
রোমে রোমে গড়েছো মানসী ,
ভাসিয়ে ডোবাতে চায় কেউ ?
ভরাট ভরেছো , হবো উদোম উপোসী ?
সাধারণ যতটুকু তার শতগুণে
এঁকেছো আমার রূপ , তাই এতো ভয় ।
শব্দ সরিয়ে নিলে পঙক্তিরা ফাঁকা
সঞ্চিত হতে চাই , অপচিত নয় ।