Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সাক্ষরতার মিছিল নামুক || Rumki Dutta

সাক্ষরতার মিছিল নামুক || Rumki Dutta

(১)

সমাজের ভিত গড়বে যদি সাক্ষর হও আগে
গরিব দেশের মনুষ্যত্ব শিক্ষালোকে জাগে ।
মানচিত্রে দরিদ্রতা কলঙ্কময় চাঁদ
শিক্ষা বিনে সামাজিকতা শিকারির পাতা ফাঁদ ।

বিভ্রান্ত নাবিক যখন হারায় সাগর মাঝে
নিরক্ষরের সঠিক দিশায় ভুল হয়ে যায় কাজে ।
ঠকতে ঠকতে জীবনতরী নদীর কিনারায়
প্রচ্ছদজুড়ে মিথ্যে মশাল ধূমকেতু আলো পায় ।

পান্ডুলিপি এঁকে যায় রাত অমানিশার গান
জীবনজুড়ে প্রতারণা সাথে অন্যায় কলতান ।
সম্বল শুধু নয়নাশ্রু আফসোস হা-হুতাশ
নীহারিকা দূরে সঠিক দিশা ভ্রান্তি বারোমাস ।

সুখ লীন থাক বর্ণমালায় শিশুর ভবিষ্যৎ
দৃপ্তকণ্ঠে উচ্চারিত নিজ নিজ মতামত ।
খাতা-কলমের স্বাক্ষর দিয়ে মুছে যাক টিপ ছাপ
দূর হয়ে যাক নিরক্ষরতা সমাজের অভিশাপ ।

সাক্ষরতার মিছিল নামুক ভিতটা শক্ত হোক
বিবর্তনে ভুলুক সবাই অভিধানে লেখা শোক ।
ভারত তখন শক্তিশালী বরেণ্য এক দেশ
ঐকতানে সৌহার্দ্য তঞ্চকতার শেষ ।

( ২ )

সাক্ষর আমি সাক্ষর তুমি অক্ষরে পরিচয়
পৃষ্ঠা জুড়ে বর্ণমালা কুণ্ডলীকৃত ভয় ।
সমাজের নামে নৃশংসতা বাড়িয়েছে কালোহাত
বিবেকবানের মানবিকতা অর্থেই কুপোকাত ।

সকাল-বিকাল মিছিল নামে অধিকার পেতে চায়
অভ্যন্তরে অশিক্ষার ঘুণপোকা কুরে খায় ।
শিক্ষার আলো শরীরের কোষে জাগিয়েছে প্রতিবাদ
পলেস্তারা খসছে দেওয়ালে রোদ জলে ফুটো ছাদ ।

শিক্ষক আজ পায় না তো মান মেহনত বুঝি জলে
নারীশিক্ষার প্রয়োজন বেশি অবলা কথাচ্ছলে ।
পরিবেশটা দূষিত এখন নীল নীল বিষ শ্বাস
অপরাধেই জীবন খোঁজে প্রাণবায়ু উচ্ছ্বাস ।

স্বাক্ষর জ্ঞানে চিৎকারে নামে ভাষাদের আলপনা
অতৃপ্ততায় দীপ জ্বেলে যাই মিথ্যার জাল বোনা ।
চুপিসারে ডাকে ঔদ্ধত্য স্বার্থের কানাকানি
ভাইয়ে ভাইয়ে আজ দ্বন্দ্ব লেগেছে অযথাই হয়রানি ।

সচেতনতাই রুখতে পারে অন্যায় অপমান
মনুষ্যত্ব বিলিয়েছে দেখো অহং এবং দান ।
ঝংকৃত শুধু সাক্ষরতা এগিয়েছে দেশকাল
সৈন্যরা সব যুদ্ধে নেমেছে খাপ খোলা তরোয়াল ।

( ৩ )

নিরক্ষর মেয়েটি বাবুর বাড়ি করত কাজ
শরীর ভরা যৌবন তার সংশয় জুড়ে থাকতো লাজ ।
সন্ধ্যাবেলা দিদিমনির সাক্ষর অভিযান
বয়স্করা উৎসাহ আর উদ্দীপনায় টান ।

মেয়েটিও গেল শিখল সেথা বর্ণপরিচয়
এবিসিডি এক এ চন্দ্র কথামালা বোধোদয় ।
কিশলয় ও সহজপাঠের শিক্ষা হল শেষ
বাংলা অংক ইংরেজি আমাদের পরিবেশ ।

ফাইভ সিক্স সেভেন এইট উচ্চ বিদ্যালয়
শিখল সে মেয়ে মনটি দিয়ে অন্তর আলোময় ।
মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার নাও ছোটে
প্রয়োজনীয় অর্থ দেবার দয়ালু মানব জোটে ।

মাস্টার্সে প্রথম বিভাগ গবেষণায় মন
অধ্যাপিকার চাকরি পেল এল শুভক্ষণ ।
চিনলো যত লোলুপ দৃষ্টি সমাজের অভিশাপ
কৃতকর্মের অনুশোচনায় মনমাঝে অনুতাপ ।

আশ্রম খুলে নিয়েছিল শিশুশিক্ষার ভার
বুঝেছিল মেয়ে সাক্ষরতাই সমাজের হাতিয়ার ।
সাক্ষরতাই আনবে দেশে আলোকের সন্ধান
সমাজ দেবে শিক্ষালোকে নারীদের সম্মান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *