সাইকেল
অনলাইনে গ্রীন দেখতেই ম্যাসেজ করলো ঋতম,কাল অনেক দিন পর তোকে দেখে ভালো লাগলো রে শ্রী।
মুহূর্তেই স্মাইলি সিম্বলে উত্তর এলো,”কিন্তু একটু দাঁড়ালি না কেন,মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেলি,আমার ওটাই খারাপ লেগেছে ঋতম।
আসলে…..
কি আসলে!বল বল ,চুপ কেন বল রে…!
কি বলতো আমি তো অফিস থেকে ফিরছিলাম..
তো..তাতে কি??
না ওই সাইকেলে আসছিলাম, পাছে দাঁড়ালে তোর প্রেস্টিজ যায়,কেউ দেখে ফেলে!
তুই এখনো পাগলই আছিস ঋতম ।এটা তোর মনের ভুল।হ্যাঁ এটা ঠিক যে গাড়ি বাইক স্ট্যাটাসে অভ্যস্ত মানুষ কিন্তু জানিস এখনো আমার বাবা নিয়মিত সাইকেল চড়ে।ওটাকে নিজে যত্নে রাখে আর আমাদের ঝাঁ চকচকে গগনচুম্বী আবাসন কমপ্লেক্সে ওটাকে ইছাকরে কতজন ফেলে দেয়, হেয়ো করে তবু বাবা কিন্তু দমে না।