যে যার সে তার মতো বুনেছি সময় ।
ঢেকেছি পুতুল ঢং- এ
ক্ষিতি- অপ- তেজ … যখন যেমন ।
কিংবা স্বাধীন ঘোড়া আরণ্যক চালে
অবশেষে পরাধীন হাড়হিম হোমে !
কখনও সূর্যমুখী পাপড়ির মতো
নিখুঁত হয়েছি নীতি ন্যায় ভাবনায় ।
তবুও অদৃশ্য কোনও ছিদ্র বিষবায়ু
কেটেছে সুড়ঙ্গপথে অকৃত্রিম সমবায় আয়ু !
অমৃত পানীয় ঢেলে পাতাল প্রতিভা
নিজেই পুড়েছি হু হু অন্ধকূপ মকরের ভীড়ে !
তবুও শব্দ আসে শব্দহীন রাতে ।
জেগে আছে নক্সীকাঁথার মাঠ
সময় বুনবো বলে’ ,
বয়ে যায় প্রেমের সময় ।