জীবনের প্রথম দিন আজ প্রসাদ ফিরিয়ে দিয়েছি,
আসলে আমি যার তার হাতের প্রসাদ গ্রহণ করি না
আমি যার তার কথায় কান দিই না
আমি যখন তখন সবকিছু কেড়ে নেওয়ার জন্য হাই হাপিত্যেশ করিনা,
আমি হাসি পেলেই হাসতে পারিনা
যখন তখন কান্না পেলেও কাঁদতে পারিনা
সব কান্নাগুলো আমার জন্য নয়
সব হাসি গুলো আমার জন্য নয়
যারা তামাশা করে জীবনকে অতিবাহিত করে
আমি তাদের বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছি,
আমাকে সইতে পারা লোকের অভাব বড্ড
আমাকে জানতে চাওয়ার মনের অভাব বড্ড
পচনশীল সমাজের লীলা খেলায় নর্দমারা উল্লাস করছে
উল্লাসে পুলোকিত হয়ে সমাজের ধূর্ত বাজেরা নাচছে,
সমাজের নিপুণ কুটিরে শয়তানের নৃত্য দেখা যায়
এমন প্রেক্ষাপটের দোরগোড়ায় দাঁড়িয়ে ওদের প্রসাদ গ্রহণ করা সম্ভব নয়
সম্ভব নয় সমাজের সবটুকু পচতে দেওয়া।