সম্পর্ক একটা পথের ঠিকানা হলে
সহজেই যে কোন মানুষের বুক চিরে মনের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া যায়
মনের ভেতরেই মনের কথা জমা থাকে
থাকে মনখারাপেরও আনাগোনা
আর ভালোলাগার নিবিড় উল্লাস
যারা তা বোঝে তারাই একমাত্র হৃদয়বান
হৃদয়ের কাছাকাছি আসে
যারা বোঝে না ,আকুল বোধে
তারা নিজের ভেতর সংশয়ে জাগে
ভুল বুঝলেও সব অস্বীকার করেনা কেউ
সাময়িক সরে সরে থাকে মার্জিত দূরত্ব রেখায়
সম্পর্ক একটা পথের ঠিকানা হলে
সহজেই যে কোন মানুষের বুক চিরে
মনের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া যায়
সম্পর্কের দুই প্রান্তের দু’জনের দুটি মন
হৃদয়ের কালো দাগ মুছে দেয়
মৌনতার আড়াল ভেঙে মুগ্ধতা ছড়ায়
সম্পর্ক আসলে দুটি মনের মধ্যেকার
এক ঝুলন্ত সেতু যে দুটি মন ‘কাছাকাছি আনে ‘।