চারিদিকে শুধুই পাড় ভাঙার শব্দ,
কেঁপে উঠেছে উত্তাল নদীর বুক,
প্রহর ভাঙার শব্দে থমকে গেছে সময়,
বালিঘড়িও অন্ধকারে স্বপ্নের মায়া জাল বুনে চলেছে,
তবুও পৃথিবী নীরব ঘুমে আচ্ছন্ন।
হৃদয় ভাঙার শব্দ ভাসে বাতাসে,
জীবনের অপর প্রান্তে গড়ে উঠেছে
সীমাহীন কুয়াশার নিস্তব্ধ বালিয়াড়ি,
কান পাতলেই শোনা যায় পৃথিবীর বুকচেরা আর্তনাদ,
এই বুঝি ভাঙলো পোড়ামাটির ইমারত।
শুনি সুখের কার্নিশ ভাঙ্গা প্রলয় ঝংকার,
স্বপ্ন প্রসারী ঢেউয়ের উত্তাল স্রোতস্বিনী
ভাসিয়ে নিয়ে যায় বসন্তের আঁচল,
হৃদয়ের ভাঙা আঙিনায় পড়ে থাকে সম্পর্কের জটিল তত্ত্ব,
তবুও পৃথিবী নিভৃতে পড়ে থাকে অচেতন।
পরিবারের বন্ধন ছেড়ে উড়ে যায়
শরতের নবীন শুভ্র মেঘপুঞ্জ,
ডানা ভাঙ্গা পাখির মত ছটফট করতে
থাকে ভালবাসার অদৃশ্য শিকল,
মায়া-মমতায় ঘেরা জোছনার পারদে জমেছে উষ্ণতা।
হৃদয়ের আয়নাতে আজ ফুটে উঠেছে কলঙ্কের জলছবি,
তবুও পৃথিবী একটু একটু করে
হজম করতে থাকে অন্ধকারের স্তব্ধতা,
শুদ্ধতার গহীনে অস্ফুটে লুকিয়ে
থাকে বৃদ্ধাশ্রমের সাজানো কবর,
জীবনও স্তব্ধ প্রহরীর ন্যায়
স্পন্দনে-বন্ধনে মুক্তির অপেক্ষায় জর্জরিত !!