থলি ভরে জীবন কিনছো রোজ ,
কতো কণা পেরেছো জমাতে ?
পৌষের নিঃস্ব মাঠের নিবিড় মাটির নিচে
ফলে আছে খুঁটে খাওয়া ইঁদুরেরও সঞ্চয়ী গোলা ।
বিশ্বাসী খরচের মুখে লাগাম হারিয়ে ফেলা
বেখেয়ালী মানবের নিপুণ নিয়তি ।
সেরা মগজেরই অতৃপ্ত ঘুম জেগে থাকে ।
সাধারণ দিন হাঁটে স্মরণীয় স্মৃতি হবে বলে ।
বিন্দু বিন্দু সুখের শিশির বাতাস এসে
হাঁকু পাঁকু আটলান্টিক টাকরার ঘায়ে
হাঁফ ছাড়া শ্বাস হয়ে মিশে যায় শোকের সৈকতে ।
দৃশ্যের বিকিকিনি শেষ হলে
এক চুল না-পাওয়ার ছায়া ঘোরে সময়ের হাটে ।