যে কোনও ঝড়েই বুকের ধু ধু শূন্যতায়
বয়ে যায় এলোপাথারি হাওয়া
আছড়ে পড়ে দুঃসহ বিদ্যুৎ ও বজ্রপাত
অসম্ভব ভাঙচুরময়তার সাথে ঠিক আবারও
নতুন ভাঙচুরময়তার বার্তা চলে আসে
কোথাও কোনও কিছুই থেমে থাকেনা
ঝড় থেমে গেলেও
ভিজে জবজবে কাদা মাটিতে লুটোপুটি খেয়ে
অনুদ্ধত ছড়িয়ে আছে হাওয়ায় ন্যাতানো খড়কুটো
এখনও থেমে যাওয়া ঝড় -জল ভেঙে
তৃণগুল্মের মতো ঐশী আলোর নানান বনস্পতি
এক দিগন্ত থেকে অন্য দিগন্ত
নিজস্ব স্বভাবেই মাথা তুলে আছে বিমোহিত অনুভবে
ঝড় যেমন এক উদ্দামতার ছাপ রেখে গেছে
আমাদের অনন্ত উঠোন জুড়ে
আমাকেও এক অদ্ভুত অস্থিরতা দিয়ে গেছে বুকে
নতুন স্বপ্নের আবেশ মাখা চোখও ফিরে তাকিয়েছিল
জানতে চেয়েছিল তার মধ্যেও ঝড়ের প্রলয় আছে কিনা
আক্ষরিক অনুবাদ নয়,ভাবানুবাদের মতো
অন্ধকারে ঢিল ছোঁড়া ভাষায় শোক ভাসে ইতস্তত
পাটভাঙা নীরব নিবিড় স্রোতে
ঝড় থেমে গেলেও আরও একটা শুরুর জন্য
স্বপ্ন ও সম্ভাবনার উজ্বল মুহূর্ত ঘিরে
নতুন সময়ের দিকে এগিয়ে যাবার রাস্তাটা
এখনও বেশ দুর্গম ও কঠিন
আমি উল্টে পাল্টে দেখছি সময় ও সময়ের সংলাপ ।