এতো দীর্ঘ প্রতীক্ষার ভোর পেতো না আকাশ
ফুটিফুটি পাপড়ির পাল ছাড়ে বিবাগী বাতাস ,
অলস রাতের গ্রহে বাসি হয় চনমনে মন
কতোবার জন্ম নেবে কবির কলমে মৃত ঘাস !
পৃথিবীর সব পিঠে সংখ্যা -খেকো অ-সভ্য আঁধার
এপাশ ফেরালে গুরু , লঘু ঘুমে ওপাশে ধপাস ,
তবুও চেতনা -চোর বিরোধীর অবতারে বিদ্রোহী
খাস , ক্ষমতার ক্ষুর পেলে প্রতিবাদী ত্রাস ।
কে কাকে বাঁচাতে চুপ ! কার টিকি চাকে !
ষড়ের যন্ত্রে ঘোরে অদৃশ্য প্রমাণের চর ,
শতাব্দীর প্রশ্ন স্রোতে ভেসে যায় সমাধান শোক
আশা ঢালি অক্ষরে যদি কমে সময়ের জ্বর !