দূরে– বহুদূরে – কোথায় — কে যেন ডাকে!
ফেলে আসা চুপকথা সময়ের বাঁকে বাঁকে
কৈ! কোথায় তুমি! কে ডাকো অমন আকুল স্বরে!
সময়ের পৈঠা বেয়ে ওধারে যাই বলো তো কি করে?
হাতছানিতে,ইশারাতে ছবিরা সব হুড়মুড়িয়ে
বুকের ভেতর হাতুড়ি সাঁই সাঁই গুড়িগুড়িয়ে
চুলবুলে প্রজাপতি মন গেলো কোথা ! নিরুদ্দেশে!!
তারজন্যেই যে শব্দেরা বসেছিলো গো হা- পিত্যেশে
গড়গড়িয়ে স্মৃতির গাড়ি একটুও তো থামছে না
চোখের জলে বালিশ ভেজে তাতো কৈ বুঝছে না!
হাহাকারের নেইকো ভাষা ভারী চুপচাপ বিষন্নতায়
সময় নাকি সময়ের মলম তবে কেন উদাস বায়
ছবির পরে ছবি আসে ভাবনাগুলো উস্কে দিয়ে
অবাক চোখে পলকহীন, দেখতে থাকি হৃদয় নিয়ে
সবটুকু শ্রী সময় খেয়েছে কোথায় খুঁজি সেই আমাকে!
দিব্যি ছিলাম হাসি খুশি আনন্দেতেই নিয়ে তাঁকে
মরণ! আমার হয়না মরণ! গেলাম কৈ সাথে তোমার!
ছড়ানো- কতো ছবিতে সাজানো এ সংসার আমার
শুধু নিশুতি রাতে অগুনতি শব্দেরা এসে বুকে মুখ ঘষে
পাগল মন সময়ের চুপকথা নিয়ে কাব্য লিখতে বসে।