অবশেষে সময়ের শুদ্ধ সমের আনবিক জিনে
বোসন অক্ষরের ভিত্তি স্মৃতি জমা রেখে
ধীরে ধীরে নিজেকে বদলে নিয়ে
তোমাকে ঈশ্বরকণার বোধে
সমসাময়িক দৃশ্যের চোখে
সাজিয়ে নিয়েছি কবিতা
প্রণম্য শেকড় সিঁড়ি ধরে আছে হোমার সভ্যতা
শব্দের উৎস কূলে ভাসমান ব্যাসের সাম্পান
বাল্মিকী হেঁটে যান অনন্ত শ্লোকের সাহসে
কবিতার শতাব্দী আয়ুর শর্করা
মজে মদ হবে চিরায়ত
সাম্প্রতিক ভাবনার ভাষা
উত্তরের আধুনিক এনজাইম ছুঁলে