সভ্য সমাজের বর্বরতা
রাস্তায় পড়ে থাকা লোকটাকে ঘিরে তখন মানুষের জটলা..
“কে লোকটা! কোথা থেকে এলো?” এই প্রশ্নই সবার মুখে মুখে।
অথচ তখনও মানুষটার দেহে প্রাণ আছে। কিন্ত কথা বলার ক্ষমতা হারিয়েছে।
একটু জলের অভাবে প্রখর দাবদাহ সহ্য করতে না পেরে জ্ঞান হারায় সে। কেউ একটু জল দিয়ে মানবিকতা দেখায়নি। শুধু কৌতুহলে উঁকি-ঝুঁকি মেরেছে। দেহ থেকে প্রাণটা বেরিয়ে গিয়ে পড়ে থাকা নিজের লাশটার দিকে তাকিয়ে সবাইকে বলার চেষ্টা করে- ‘একটু জল পেলে মানুষটা বেঁচে যাবে।’ না! কেউ ওর কথা শুনতে পেলো না। শহর আর একবার দেখলো অমানবিক মুখ। সংবাদমাধ্যমে ব্রেকিংনিউজ হবে- “তৃষ্ণার জলের অভাবে রাস্তায় পড়ে মৃত্যু।” পরদিন আবার সূর্য চোখ রাঙাবে।