আরণ্যক শেকড়ের পায়ে শাহরিক শেকল পরিয়েছো ,
পোয়াতি মৃত্তিকার আরোগ্য মুঠি ধরে রাখবে কে ?
লকলকে লালসার তামসিক রাজসূয় যজ্ঞে
পটাপট ডাইনোসরের জীবাশ্ম পুড়িয়েছো ,
শোকের উত্তাপে হিমবাহের অশ্রু তো ঝরবেই !
গণতান্ত্রিক নদীর নাব্য স্বাধীনতা
পৌনপুনিক বজ্রের কারাগারে বন্দী করেছো ,
কূলের বাগানে নোঙরের ফুল ফোটাবে কে ?
এখনই নতজানু হও অক্সিজেন- চোর ,
জনক- জননী অযান্ত্রিক সূর্যের কাছে
তিন ভাগ জলের আকুতির কাছে ।
যদি আবারও নিঃসঙ্গ অ্যামিবার
নিঃসীম যন্ত্রণা পেতে না চাও ,
সরল সমবেত প্রার্থনার অনুতপ্ত বীজে
সহজিয়া বিশ্বাসী প্রশ্বাসের বিশুদ্ধ ভালবাসা দাও ।