মাথার উপর সেই যে ঝুলছে অত বড় আকাশটা
ঝুলছে তো ঝুলছেই
ঝুলেই আছে বহুকাল মাথার উপর
আকাশটা খুলে ভেঙে পড়ছে না বলে
আমাদের এই ভাবে বেঁচে থাকাকে তাই
বাঁচাময় মনে হয়…
যেন মাথার উপর বিরাট এক ছাতা মেলা
কিভাবে যেন প্রকৃতির এই সব সৃষ্টিকে নিয়েই
প্রবাহিত হচ্ছে আমাদের জীবন ও জীব জগত
রাত ভেঙে ভেঙে গড়িয়ে নামছে দিন
দিন গড়িয়ে রাত
আর আকাশ গড়িয়ে নামছে সূর্য্য চন্দ্র গ্ৰহ তারা
মেঘমালা উড়ছে আকাশে বাতাসে
কেবল জীবনকে মাড়িয়ে যায় অনিবার্য্য নিয়তি
জীবন কেড়ে নিয়ে যায় অনতিক্রম্য মৃত্যু
তবুও জীব শ্রেষ্ঠ এই মানুষই জীবন যাপনের
অমোঘ সত্যকে মেনে নিয়ে সময়ের নির্মম
শবের উপর গড়ে তোলে সভ্যতার নতুন নির্মাণ ।
আর জন্মে জন্মে জন্মান্তরের ইতিহাস লিখে যায় ।