একটি কবিতা আমি লিখে রাখব গাছের পাতায়
পড়া না পড়া সে তোমার ব্যাপার
যা আমার কাছে খুব জরুরী নয়।
এক স্বর্গ গড়েছি আমি হৃদয়ে আমার
যেখানে বাস করে সব অবাঞ্ছিতরা
সুকতলা ওঠা পেরেকের মতো।
হয়তো ভাবছো তুমি মনে,
কি যে মানে আজ এসব কথার?
বাস্তবিকই,এসব কথার কোন গূঢ় অর্থ নেই
ভাবতে পার এ এক অবুঝ কবির সবুজ মুখরতা।