পৃথিবীকে তোমরা ঠিক কোনদিক থেকে দেখতে চেয়েছিলে?
আমার জানা দরকার।
একজন বললো : আমার জুতোর কারখানা যেদিকে আমি সেদিক থেকে
পৃথিবীকে দেখি ।
একজন বললো : আমার মদের দোকান, কিন্তু আমি মদ খাই না
তবু পৃথিবীকে একটা বড়সড় ভাটিখানা ছাড়া কিছুই মনে হয় না।
আর একজন বললো : পৃথিবীতে আমি পিকনিক করতে এসেছি
কয়েকটা মেয়েছেলে নিয়ে এসেছিলাম, ফেরার সময় কয়েকটা নিয়ে যাবো
ভোগ করতে শিখুন।
আমি বললাম, পৃথিবী থেকে আমরা যত নিয়েছি তার কিছুটাও কি
ফেরত দিতে পারি না?
ঝুনঝুনঅলা বললেন, এ আপনার ছোট মুখে বড় কথা হয়ে গেল
আমার খৈনি ফ্যাকটরি বন্ধ হয়ে গেলে
বিহার, ইউ পি, এম পি, রাজস্থান সব বন্ধ হয়ে যাবে।
আমি বললাম, এরপর গাছ এতো কমে যাবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে
আমি বললাম, এরপর পাখি এতো কমে যাবে আকাশকে আর সুন্দর দেখাবে না
আমি বললাম, নদীর জল সারাক্ষণ গরম হয়ে থাকবে,
কেউ নদীতে যাবে না
যা আছে তাতে আমাদের আর মাত্র চল্লিশ বছর চলবে ।
গাছহীন পাখিহীন একটা মুমূর্ষু গ্রহ ঘুরে চলেছে শূন্যে
কেমন লাগবে সেই পৃথিবীকে?