আমার কতোটা সীমা , সবুজের সামিয়ানা
তোমার প্রান্তরে ?
মনের মিথুন মাত্রা ভেঙে
কখনোই আমূল অশূচি হবো না ।
যতদিন আমার নোঙর -নৌকা টানে
ঝিরিঝিরি বাতাসের মতো কোমল
আর পড়িমরি ঝড়ের মতো তীক্ষ্ম থাকবে
তোমার মোহন চুম্বন স্রোত ,
যতদিন তোমার প্রতীক্ষা পাড়ে
আমার রণ-পা গজাবে ,
ততদিন , নিঃশ্বাসে পারিজাত পাখার প্রশ্বাস ।
তারপর .
টিকে থাকা টিকটিক টিকটিকি ট্যাঁকের জীবন ।