ঢেউ হীন সমুদ্র আছে কিনা বলতো ?
ব্যস্ত নগরে তন্ময়ি সম্ভ্রম
একাগ্র প্রতিমার বেশে
আছো আজও নয়নের দ্বার ঘেঁষে ,
আমি ভালোবাসার বাসর তবু
বিলুপ্ত ছায়াপথে সুখী কঙ্কাল ; ভাঙ্গা জ্যোৎস্না ;
পরিত্যাগ করে ভালোবাসে আমারে এসে ।
নমুনার জলছবি ভাসাবো যমুনায়
এখন আকাশ মেঘলা তবু শান্ত মনে বাসনা জাগে
নীল নীলিমায় প্রান্তর খুঁজি তোমার মাঝে ।
তুফানি মৃত্যুর মিছিল শেষে
কোলাহল স্তব্ধ হৃদয়ের তলদেশে
ভালোবাসার অবাধ প্রকাশ যদি হয় অবান্তর ,
অগোছালো চিন্তারা সমাপ্তি খোঁজে
প্রকৃত প্রেমের সনাক্তকরণ দিনভর ।