চিরচেনা বৃত্ত ছিঁড়ে ছিটকে পড়ছে
সত্য বিশ্বাসের শব্দবোধ ,
ক্রমশ অচেনা এ- গ্রহের গোধূলি গোলার্ধে ।
আমরা অদূর গ্রহাণুর সুদূর আক্রমণ ঠেকাতে
ট্রিলিয়ান তোপ দেগেছি ।
বিপুল বাহুল্যের অনতি অপচয় রোধে ব্যারিকেড বসালেই
ছন্দে ফিরবে মানবিক পাকস্থলীর অসম মাত্রা ।
আমরা পুড়িয়ে দিচ্ছি ক্লোরোফিল ,
ঘুরিয়ে নিচ্ছি স্রোত ,
উপড়ে ফেলছি ইতিহাসের নিরপেক্ষ বিচার কক্ষ।
উচ্ছৃঙ্খল শৃঙ্খল নয় ,
গণতান্ত্রিক শৃঙ্খলার সৌরমায়ায় তবু জেগে আছে ছায়াপথ ।