সত্যের জয়ে সুযশ ছড়ায় জেনে রেখো সবে,
সত্য বরণ করেন যারা কীর্তি রাখেন ভবে।
সত্য সদা চিরসুন্দর আলোয় ভরে রাখে,
জ্ঞানী যারা তাইতো তাঁরা সত্যের প্রভা মাখে।
সত্য ঘুচায় মনের আঁধার জ্বেলে জ্ঞানের আলো,
সত্যের নায়ে জীবন সুখের, মিথ্যে করে কালো।
সত্যের পথে দুখের মাঝেও শান্তি থাকে মনে,
সকল ধর্মে চলতে শেখায় চলতে সত্যের সনে।
মিথ্যে মোহে চললে পরে মনটা ডুবে পাঁকে,
ছলকপটে জীবন নাশে বিপদ ঝুঁকি বাঁকে।
পাপী চিত্ত থাকে মত্ত নানা পাপের কাজে,
অহরহ অন্যের ক্ষতি করতে মনটা রাজে।
মিথ্যাচারীর কুকর্মে হয় জাতির অশেষ ক্ষতি,
বিধির বিচার ফলে ঘটবে করুণ পরিণতি।
দেশ ও জাতির কল্যাণ কেবল সত্য পথেই আসে,
সত্যের পথেই প্রভুর আশিস ঝরে রাশে রাশে।
যুগে যুগে ঋষি নবী যতোই এলেন ভবে
সত্যের পথেই মুক্তির বাণী বলে গেছে সবে।
সত্য মেনে চললে পাবে শক্তি মনের মাঝে,
দয়াল প্রভুর শরণ নিত্য নিও সকাল- সাঁঝে।