বনচ্ছায় ক্ষীণ আলো সরস্বতী তীরে
মহর্ষি গৌতম কাছে ব্রহ্মবিদ্যা তরে
ঋষি বালকেরা বসে শিক্ষালাভ করে
অকস্মাৎ বালক এক আসে সেথা ধীরে।
ঋষি পায়ে ফুল দিয়ে কহে নত শিরে
ব্রহ্মবিদ্যা অভিলাষী একান্ত অন্তরে
সত্যকাম হই আমি আশা হৃদি ঘরে
দীক্ষালাভ করে থাকি আশ্রম কুটিরে।
ব্রহ্মর্ষি বলেন তারে স্নেহ স্নিগ্ধ ভাষে
গোত্র কী তোমার বৎস্য বলো এসে পাশে।
ব্রাহ্মণের আছে শুধু ব্রহ্মবিদ্যা শিক্ষা
বিদ্যাশিক্ষা ইচ্ছা যদি বলো গোত্র তবে,
সত্যকাম বলে দেব মাতা জ্ঞাত হবে
মাতা হতে গোত্র জেনে নেবো বিদ্যা দীক্ষা।