মূর্খ পাগলের এই ভাবনা
একদিন মিশবে জনমানুষে
ধূলিময় এই পাগল নাগরিক যা বলছে…….
সব ঠিক,সব ঠিক বলছে।
এই পাগল যা দেখছে সব ঠিক দেখছে
চতুর লোকগুলো ওকে পাগল বানিয়েছে;
পাগলটা ফতুর হয়েও অবিচল সততায়
সততার বোঝা কাঁধে নিয়ে আজও সে সততার নদী সাঁতরায়;
কালো মানুষ;কালো ঝোলা
মানুষটাও যে পথভোলা
তবু তাঁর সততাকে যাবেনা ভোলা;
বাড়ি-ঘর কিছু নেই তাঁর
পথে পথে দেয় বারতা স্বাধীনতার;
এই সাধিনতা গরিবের
এই স্বাধীনতা মরমের
এই স্বাধীনতা মানবের,
সে নিজেও জানেনা তাঁর পথ কতই মহৎ
সে নিজেও জানেনা তাঁর যাত্রা কতটা বৃহৎ
অজানা গন্তব্যের উদ্যেশ্যে হেঁটে চলে সে
পাবে কি সে সেই পথের খোঁজ ?