চারধারে উত্তাপের হাতছানি।
হুল্লোড়ে মেতে আছে দানবেরা,
ভাগ-বাঁটোয়ারা নিয়ে যত কোলাহলে
অভাবের দেশে শুধুই টানাটানি।
সন্তর্পণে তবু সড়কখানি খুঁজে নিয়ে
হাঁটা হাঁটা হাঁটা,
আস্তে আস্তে দূর হোক পথের কাঁটা।
চারপাশের অগাধ অন্ধকারে
বিশ্রী আবর্জনার গন্ধে
হাতড়ে বেড়িয়ে কতটা বেদম!
দমবন্ধ পরিবেশে হাঁপিয়ে উঠতে উঠতে
অবশেষে পেলে কি আলোর সন্ধান?
আছে আছে আছে রহস্যের সমাধান
পর্দার অন্তরালে,
ভেতরের চোখ মেলে দেখলে
সব জট-জটিলতা গলে জল।
চারপাশে উত্তাপের হাতছানি।
তার মধ্যেই লুক্কায়িত অমৃতবাণী।