ঘুচায় কালো বিবেক আলো
জ্ঞানের কথায় শিক্ষা ভরে,
বিবেক জাগে শিক্ষার সাথে
মানবতা মনুষ্যত্বের পথ ধরে।
ভালো মন্দের ফারাক বোঝো
তবেই শিক্ষা সার্থক রবে,
গুরুর বাণী মেনে চলো
বিবেক সঠিক পথটি কবে।
ঘুচায় কালো বিবেক আলো
জ্ঞানের কথায় শিক্ষা ভরে,
বিবেক জাগে শিক্ষার সাথে
মানবতা মনুষ্যত্বের পথ ধরে।
ভালো মন্দের ফারাক বোঝো
তবেই শিক্ষা সার্থক রবে,
গুরুর বাণী মেনে চলো
বিবেক সঠিক পথটি কবে।