কোনো মানুষকে অবহেলা কোরো না
কোরো না কোনো মানুষকে ঘৃণা,
মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন
মানুষকে ভালো না বাসলে তিনি দুঃখ পান।
সকল মানুষকেই সমান ভাবো
কোরো না জাত-ধর্মের পার্থক্য,
সকল মানুষ ঈশ্বরের সৃষ্টি —- এটা জেনো,
জাত-ধর্মের নিয়ম তো মানুষেরই বানানো।
এত জাত-জাত করলে ধর্ম-ধর্ম করলে
হিংসা জাগবে মনে।
হিংসা নিয়ে থাকা কি ভালো?
হিংসা নিয়ে বাস করলে সুন্দর পৃথিবীও মনে হবে মন্দ।
কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলিম কে জৈন
নাপিত কে পুরুত কে
তফাৎ কোরো না এসবের।
সব মানুষকেই চোখে দ্যাখো সমান
সমান ভাবে ভালোবাসো সকল মানুষকে
জেনো রক্ত লাল সব মানুষের।