যখন তুমি এসেছিলে শ্রাবণ মেঘের বৃষ্টির মতো!
অনেক আদর আর সোহাগ ছিল তোমার আগমনে।
শ্রাবণ আর বৃষ্টির মিলন হয় প্রতি বর্ষা ঋতুতে
বর্ষা চলে গেলে ওদের দিন কাটে বিরহে।
অপেক্ষার প্রহর গুনতে হয় পুরো একটি বছর ধরে।
ওরা জানে ওদের এই মিলন আর দূরত্ব
সবটাই নিয়মে বাঁধা।
কিন্তু তোমার আগমনে তো কোনো নিয়ম ছিল না!
তাই দূরত্বটা এক বছরের নয়, হয়তো এক জনমের
হয়তো বা অনেক গুলো জনমের!
আমি অপেক্ষা করবো অনেক গুলো জনম ধরে
শ্রাবণ মেঘের বৃষ্টির মতো!
জানি, তুমি ঠিক আসবে কোনো একটা জনমে!
তখন তোমার অঝোর ধারায় ভিজিয়ে নেব নিজেকে,
সিক্ত করবো মনের মধ্যে জমিয়ে রাখা
অভিমান গুলোকে!
জল থৈ থৈ করবে আমার আঙিনা
ঠিক শ্রাবণ মেঘের বৃষ্টির মতো।
অসাধারণ লেখনী সুপ্রিয় কবি, এক কথায় অনবদ্য কবিতা সুধী, কবিতা পাঠ করে মুগ্ধ, শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️???