এলোমেলো ভাবনাগুলো বাক্সবন্দি
চাবিটা তোমায় দিলাম চাঁদ,
রূপকথা তোমার রাজ্যে
খোলা চোখে চল স্বপ্নের দেশে।
নাই-বা পেলাম জ্যোৎস্নার চাদর
দগ্ধ দুপুরে কাঁপছে অন্তর,
বট গাছটা শতাব্দীর আগে
দাঁড়িয়ে আছে বাহু মেলে
চল দু’দণ্ড জিরই ওর নিচে।
এলোমেলো ভাবনাগুলো বাক্সবন্দি
চাবিটা তোমায় দিলাম চাঁদ,
রূপকথা তোমার রাজ্যে
খোলা চোখে চল স্বপ্নের দেশে।
নাই-বা পেলাম জ্যোৎস্নার চাদর
দগ্ধ দুপুরে কাঁপছে অন্তর,
বট গাছটা শতাব্দীর আগে
দাঁড়িয়ে আছে বাহু মেলে
চল দু’দণ্ড জিরই ওর নিচে।