পরিযায়ী এক শ্রমিক আমি অক্লান্ত খাটি
ঘরে আমার চারখানা পেট জন্মভূমির মাটি !
মাসের শেষে রোজগারটা পাঠিয়ে দিতাম ঘরে
লকডাউনে বন্দী এখন ভিন রাজ্যে প’ড়ে !
কাজ কর্ম বন্ধ হয়েছে খোরাক টুকু জোটে
একবেলা পাই আধপেটা খাই ঘুম আসে না মোটে!
চিন্তা আমার মা বাবা আর ছোট্ট পরিবার
স্তব্ধ হয়েছে জীবন তাদের সঙ্গী অনাহার !
ত্রাণের অন্ন জুটছে না তো রাজনীতিতে ফেঁসে
এই নীতিতেই ত্রস্ত মানুষ যাচ্ছে কিছু ভেসে ।
পাচ্ছে যারা ভাগ্য তাদের প্রসন্ন সব দিন
হতভাগা মনুষ্যরা পেটের জ্বালায় ক্ষীণ !
বর্তমানে ভাবছি শুধু ভিনদেশেতে ব’সে
হতাম যদি গ্রামের কৃষক মাঠ ফেলতাম চষে ।
কিংবা হতাম সবজিওয়ালা বেচতাম ঘুরে ঘুরে
সংসারটা চলতো আমার থাকতাম না দূরে !
দেখতে পেতাম প্রিয়জনের স্নেহমাখা মুখ
দুর্দশা আর অনটনেও পেতাম মনে সুখ !
পয়লা মে তে শ্রমিক দিবস বিশ্বজুড়েই হয়
তবুও শ্রমিক অসহায় আজ ক্ষুধার রাজ্যে রয় !