মোহন পাতা
আসছে ফিরে তোর শরীরে
তৈরি থাকিস ।
বিষাদ গাথা
যাচ্ছে গলে’ বৃক্ষ কোলে
জিইয়ে রাখিস ।
মনের ভিতর
সবকিছু থাক দ্বন্দ্বে ভরাক
মুক্ত চাবি ।
শোকের উপর
বৃন্ত গজাক পাপড়ি সাজাক
ছন্দ পাবি ।
মোহন পাতা
আসছে ফিরে তোর শরীরে
তৈরি থাকিস ।
বিষাদ গাথা
যাচ্ছে গলে’ বৃক্ষ কোলে
জিইয়ে রাখিস ।
মনের ভিতর
সবকিছু থাক দ্বন্দ্বে ভরাক
মুক্ত চাবি ।
শোকের উপর
বৃন্ত গজাক পাপড়ি সাজাক
ছন্দ পাবি ।