খুব কঠিন কাজ ছিল স্কুল ব্যাগ বওয়া,
বওয়ার জন্য সাহায্য করার কেউ মজুত থাকত না,
না বুঝত কেউ কত কষ্ট হয় শিশুদের,
শিশুদের জন্য থাকত শুধুই নিয়মের কঠিন বেড়াজাল,
বেড়াজাল বড়দের জন্য বরাদ্দ ছিলনা কেন জানিনা,
জানিনা থাকলে তাদের কষ্ট হত কি খুব।
খুব কঠিন কাজ ছিল স্কুল ব্যাগ বওয়া,
বওয়ার জন্য সাহায্য করার কেউ মজুত থাকত না,
না বুঝত কেউ কত কষ্ট হয় শিশুদের,
শিশুদের জন্য থাকত শুধুই নিয়মের কঠিন বেড়াজাল,
বেড়াজাল বড়দের জন্য বরাদ্দ ছিলনা কেন জানিনা,
জানিনা থাকলে তাদের কষ্ট হত কি খুব।