কেন এমন হিংসা ছড়াও এমন বর্বরতা!
ধম্মো ধম্মো করো মুখে কাজে নিষ্ঠুরতা!
মুখে কুলুপ দাওনি দেখি ধানাই পানাই করো,
এর তার ঘাড়ে দোষ চাপিয়ে আলো নিভিয়ে মারো!
প্রতিবাদ তো তারাই করে যারা বুঝতে পারে,
কথার জাদু দিয়ে কি আর চিঁড়ে ভিজতে পারে!
যাদের আছে বিদ্যে বুদ্ধি তারা প্রতিবাদ করে
দেশকে ঠেলছো অন্ধকারে কী করে চুপ করে?
হাঁ করলে বুঝতে পারে দুধের শিশু বলো
অর্বাচীনে বোঝে নাকো কি মন্দ কি ভালো।
দেশ বিদেশে ঘুরে ঘুরে যতই তাপ্পি মারো,
সংখ্যার কারচুপি করে মিথ্যে অহং করো।
দেশের নেতা ছাত্র যুবা দেশের মধ্যমণি,
ওরাই দেশের ভবিষ্যৎ যে সকলেই তা জানি।
আজকে তোমার লাল চোখে বিষ আগুনে উল্লাস!
কালকে জেনো ওরাই আনবে তোমার সর্বনাশ।
ডান্ডা মারো হাত পা ভাঙো বন্দুক তাক করো,
ভোটে জেতার আশায় তুমি যুদ্ধের গান ধরো!
ভাব দেখাচ্ছ তোমার মতো দেশপ্রেমিক নাই,
পরাধীনে কোথায় ছিলে দেশপ্রেমিক ভাই?
ইতিহাসটা সবাই জানে শাক দিয়ে মাছ ঢাকো,
সোনার দেশের বেহাল দশা করলে তুমি আরও।
খাই বা না খাই ভাষণ শুনি কখনো হুংকার,
কাজ কম্মো চুলোয় গেলো দেখছি অন্ধকার!
টাকা তোমার অনেক আছে বিবেক বিদ্যে নাই,
জনগণই করবে বিচার দেখে নিও ভাই।
আজ যে রাজা কাল সে ফকির জেনো এ নিয়মটাই,
শেষ বিচারটা করবে দেখো এ দেশের জনতাই।।